গত ৯ ই জুন ঘোষণা হয়েছিল সিউড়ি শহরে মূল রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ থাকবে দিনে ৭ ঘন্টা। যানজট মুক্ত করতে পুরসভা ও জেলা প্রশাসন মিলে টোটো নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত রবিবার টোটো ইউনিয়নের তরফ থেকে সিউড়ি জেলাস্কুল ময়দানে জমায়েতও হয়। সেখানে প্রশাসনকে সিদ্ধান্ত পুননির্বাচনের দাবি তুলে টোটো ইউনিয়ন। সেইমত সোমবার সব পক্ষকে নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত কিছুটা শিথিল করা হল। সিদ্ধান্ত হয় এখন থেকে সকাল ৯:৩০ টা থেকে ১১:৩০ মিনিট এবং বিকাল ৫:৩০ থেকে ৭ টা পর্যন্ত শহরের মূল রাস্তায় টোটো নিয়ন্ত্রিত হবে।
তথ্যঃ আনন্দবাজার পত্রিকা
[uam_ad id=”3726″]