Home » অন্যান্য » অনেকেই ভাবছেন কোথায় গেল এই থ্যাঙ্কফুল স্মাইলি ?

অনেকেই ভাবছেন কোথায় গেল এই থ্যাঙ্কফুল স্মাইলি ?

বেগুনি রঙের একটি ফুল। ‘থ্যাঙ্কফুল’ – ওই ফুলের উপর মাউসের কার্সার রাখলে, এটাই লেখা। অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করা। ফেসবুকের এই নতুন রিঅ্যাকশন স্মাইলি নিশ্চয়ই নেটিজেনদের নজরে এসেছে।অনেকেই এই স্মাইলি ব্যবহারও করেছেন। কিন্তু, অধিকাংশই জানেন না, কেন হঠাৎ করে ‘থ্যাঙ্কফুল’ স্মাইলি দিয়েছে ফেসবুক!
আসলে এই প্রথম নয়। গত বছরও একইসময়ে থ্যাঙ্কফুল স্মাইলি এনেছিল ফেসবুক। ১৪ মে আন্তর্জাতিক মাতৃদিবস বা মাদার্স ডে উদযাপনেই এই স্মাইলির আবিষ্কার।

মোট ৮০টি দেশে গত রবিবার ১৪ ই মে আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপন করা হয়। আর তা সেলিব্রেট করতেই থ্যাঙ্কফুল রিঅ্যাকশন এনেছিল ফেসবুক। তাই গত রবিবারের পরই আর ছিল না এই থ্যাঙ্কফুল রিঅ্যাকশন।

Comments