Home » কবিতা ও ছড়া » বাঘা কথা

বাঘা কথা

বাঘ, সে তো নয় শুধু চতুষ্পদ প্রাণী,

আমরা তাকে জাতীয় পশু বলে মানি।

জঙ্গলের রাজা তুমি ,তোমার হুঙ্কার হালুম,
নিজের এলাকা সম্বন্ধে সচেতন ,দাও না শীতঘুম।

বাঘ বড়ো বাবা বাবা, বাঘিনী সে তো মা,
বাচ্চাদের বড়ো করতে ,করে সবকিছু পারে যা।

সাঁতারে ও শিকারে সবসময় ওস্তাদ,
নিশাচর ,একাকী হলেও বীরত্বে নেই খাদ।

ডোরাকাটা শরীর তোমার, দেখলে লাগে সম্ভ্রম,
খাঁচায় বা জঙ্গলে থাকুক, সবসময় যম।

অর্থলোভী,আমরা মানুষ হয়েছি পশু এখন ,
নির্বিচারে তোমায় মেরে ,দেখিয়েছি পাশবিক মন।

মানুষখেকো হও যে তুমি, যখন পাও না শিকার,
তোমার বন, জঙ্গল কেড়ে নিয়ে আমরা করেছি অবিচার।

বাঁচো তুমি নির্ভয়ে ,আপন পরিবার নিয়ে ,
দেখব আমরা তোমায় সবাই,
ছুটিতে বন, জঙ্গল ঘুরতে গিয়ে।

কাবু মণ্ডল
29/০7/2016

“আন্তর্জাতিক বাঘ দিবসে” সবাইকেই অনুরোধ করি, পৃথিবীতে বাঘেদের গুরুত্ব বোঝান….

Comments