“উৎসবে আনন্দদান ২০১৯” কর্মসূচির মাধ্যমে বীরভূম লাল মাটির দেশের শীর্ষ সঙ্গীতের শুভ উদ্বোধন-
৩০শে সেপ্টেম্বর ২০১৯, সিউড়ি , ইনডোর স্টেডিয়ামে
কর্মসূচি : উৎসবে আনন্দ দান ২০১৯
১. জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০৪০ শিশুকে উৎসবে নুতন জামা উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান
২. বীরভূম লাল মাটির দেশের বার্ষিক স্মারক আগমনীর শুভ উদ্বোধন
৩. বীরভূম লাল মাটির দেশের গানের শুভ উদ্বোধন
৪ . গ্রীন বীরভূম কর্মসূচির মাধ্যমে জেলাকে সবুজায়ন ও প্লাস্টিক মুক্ত করার আহ্বান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :
মাননীয়া জেলা শাসক, বীরভূম, শ্রীমতি মৌমিতা গোদারা, আই.এ.এস.
মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ, বীরভূম, শ্রী শ্যাম সিং, আই.পি.এস.
মাননীয় অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), বীরভূম,শ্রী প্রশান্ত অধিকারী,
মাননীয় অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন), বীরভূম, শ্রী শুভাশীষ বেজ,
মাননীয় মহকুমা শাসক, সিউড়ী সদর মহকুমা, বীরভূম, শ্রী রাজীব মন্ডল,
মাননীয় আধিকারিক, আবগারি বিভাগ, শ্রী বাসুদেব সরকার
মাননীয় আধিকারিক, সর্বশিক্ষা মিশন , বীরভূম , শ্রী বাপ্পা গোস্বামী
ও অনান্য আধিকারিক বৃন্দ
শীর্ষ সঙ্গীত :
কথা ও সুর – তাপস মুখার্জী(Tapas Mukherjee)
পরিচালনা – মদনমোহন পাল
শিল্পী – মৌপর্না সেন, অনুবৃতি সেন , স্বাগতা চ্যাটার্জী, সৌমি দে, মনতোষ ব্যানার্জী
পরিকল্পনা- অমিত কুমার মৈত্র(Amit Kumar Maitra)
ব্যবস্থাপনায় – বীরভূম লাল মাটির দেশ (Birbhum Lal Matir Desh)
সুর্যের সোনা রোদ লাগল এসে
কাশবন পুলকিত হাওয়ায় ভেসে
সবুজেরা সাজলো যে নুতন বেশে
মিলেছে সবে লাল মাটির দেশে /
লাখো প্রান লাখো মন দাড়ালো আসি
কচি কচিমুখে আজ ফোটাতে হাসি
গর্বের মাটি তাই ধন্য হল
মানবতা ধর্ম এ বিশ্বাসে
মিলেছে সবে লাল মাটির দেশে /
এ মাটিতে করি তাই বৃক্ষরোপন
সবুজের সমারোহে খুশি দুনয়ন
সহযোগিতার ঝুলি ভরিয়ে দেবো
নুতন সাজেতে সব খুশি খুশি মন /
যতদিন যতক্ষন আছে এই প্রান
গেয়ে যাব অঙ্গীকারের এই গান
করে যাবো উৎসবে আনন্দ দান
ছাত্র বন্ধু হয়ে তাদের পাশে
মিলেছে সবে লাল মাটির দেশে
——————
www.birbhum.org
https://www.facebook.com/birbhumlalma…
call & Whatsapp : 09083950005
youtube link: https://youtu.be/qBbwjHJ_gCY
