নতুন বছরের শুরু থেকেই শীত তার স্বমহিমায় বিরাজ করছিল। তবে গত কয়েকদিনের শীতের এহেন কঠোর দানে কাবু গোটা জীবকূল। জেলায় তাপমাত্রা সর্বনিম্ন ৫ ডিগ্রির কাছাকাছি। সকাল থেকেই সর্বত্র কুয়াশায় ঢাকা। আজ ঘন কুয়াশায় ঢেকে পড়েছিল সর্বত্র। যান চলাচল ছিল বেশ কষ্ঠকর। সকাল ১০ টা বেজে গেলেও এখনো আকাশ পরিষ্কার নয়। বেশ কিছু ট্রেনও দেরিতে চলার খবর পাওয়া গেছে।
আর এদিকে মানুষ সকাল থেকে ঠান্ডায় বাঁচতে আগুন পোহাতে শুরু করেছেন। সাধারণত গ্রামাঞ্চলে এই চিত্র বেশ চোখে পড়ে। আমাদের ক্যামেরা তাই ছুটে চলেছিল সেই গ্রামের প্রান্তেই। একেবারে বীরভূমের শেষ প্রান্ত রাজগ্রাম থেকে সেই ছবি তুলে ধরেছেন ক্যামেরার পিছনে থাকা রাইহান রেজা।
তথ্যঃ ভিক্টর
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]