সাঁইথিয়া, ১৩ জুন : দাবিমতো তোলা না দেওয়ায় গাড়ি চালকদের থুতু চাটানোর অভিযোগ উঠল সাঁইথিয়া থানার পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয়েছে অন্য গাড়ির চালকদেরও। প্রতিবাদে বোলপুর–সাঁইথিয়া রাস্তা অবরোধ করেন গ্রামের বাসিন্দারা। ঘণ্টা দুয়েক অবরোধ চলার পর তৃণমূলের ব্লক সভাপতি ও পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
সাঁইথিয়া থানার পরিহারপুরের বেশ কিছু বাসিন্দা গাড়ি চালায়, তাঁরা প্রতিদিন রাতে বিভিন্ন ফার্ম থেকে মুরগি বিভিন্ন দোকানে সরবরাহ করে। সেইমত ঘটনার দিন রাতে গ্রামের বাইরে মুরগি আনতে যাওয়ার সময় টহলরত সাঁইথিয়া থানার পুলিশ তাঁদের কাছে মোটা অংকের টাকা দাবি করে । চালকরা তা দিতে অস্বীকার করলে মারধর করা হয় বলে অভিযোগ, এবং দুই চালকে থুঁতু চাটানো হয় এমনও অভিযোগ।
তার প্রতিবাদে সকাল থেকে বোলপুর-সাঁইথিয়া রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। অভিযুক্তদের শাস্তির দাবি ওঠে, পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভের সম্মুখীন হন। পরে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।
[uam_ad id=”3726″]