কেন ভক্তদের এত ভীড় তারাপীঠে?
গতকাল অর্থাৎ রবিবার রাত ১:২৯ মিঃ কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়েছে , সোমবার মধ্যরাত পর্যন্ত এই তিথি বিরাজমান। তাই এই তিথিতে তারাপীঠে নিজেদের মনস্কামনা লাভের আশায় এতো সমাগম।
কেনই বা এতো ভীড়?
পুরাণের মতে, ‘দেবী তারার’ অপর নাম ‘কৌশিকী’। এই ‘কৌশিকী’ রূপেই এই অমাবস্যা তিথিতে ‘শুম্ভ’ ‘নিশুম্ভ’-কে বধ করেছিলেন ‘দেবী তারা’ এমনকি এই তিথিতে অর্থাৎ এই অমাবস্যাতেই ‘সাধক বামাক্ষ্যাপা’ সাধনা করে সিদ্ধিলাভ করেন। তারাপীঠ-কে তাই ‘সিদ্ধপীঠ’ও বলা হয়। তাই এই তিথিতে পুণ্যার্থীদের ঢল নামে তারাপীঠে। এই তিথিতেই দেশের বিভিন্ন এলাকা থেকে সাধু-সন্তরা এসে শ্মশানে সিদ্ধিলাভের আশায় যজ্ঞ করেন।
[uam_ad id=”3726″]