সরকারি হাসপাতাল কেবলই খবরের শিরোনামে আসে চিকিৎসায় গাফিলতি, ডাক্তার নার্সদের দুর্ব্যবহার, চিকিৎসকদের মারধর, হাসপাতাল ভাঙচুরের ইত্যাদির কারনে। কিন্তু সেগুলোকে ছাপিয়ে আজ একটা অন্য ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায়। রামপুরহাট জেলা হাসপাতালের মানবিক মুখ, আর তার সাক্ষী থাকলেন হাসপাতলের অন্যান্য রোগীরাও।
রামপুরহাট থানার পুলিশ গত ৯ তারিখ রাত ৮ টা ৩০ মিনিটে রামপুরহাট জেলা হাসপাতালে এক মহিলাকে ভবঘুর ভেবে ভর্তি করেন। তারপর থেকে এই মহিলা খুব অসুস্থ হয়ে পড়েন কথা বলার মতো পরিস্থিতি ছিল না। রামপুরহাট হাসপাতালের কর্মরত ডাক্তার নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ এই মহিলার জন্য আলাদা করে মেডিক্যাল বোর্ড গঠন করেন ও তাকে সুস্থ করে তুলেন। ডাক্তাররা তার শারীরিক পরীক্ষা করে বুজতে পারেন সে গর্ভবতী, তারপর থেকে তার প্রতি বিশেষ ভাবে তার চিকিৎসা ও দেখভাল করছেন কর্মীরা। আজ এই মহিলা নিজের নাম বলেন বৈষনভি। বাড়ি বিহারের সমষ্টিপুর, জেলার বোম্বাইয়া, হারলাল গ্রামে পিনকোর্ড ৮৪৮১১৪। মহিলার দাবি তার বাড়িতে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি, সন্তান সবাই আছেন। তার পরিচিত লোক তাকে ফেলে গেছেন। হাসপালের এসিট্যান্ড সুপার সুস্মিত ভট্টাচার্য জানান, এই মহিলার জন্য আলাদা করে মেডিক্যাল বোর্ড করা হয়েছে। তাকে বাড়ি পাঠানোর চেষ্টা করছে তারা, হ্যাম রেডিওতেও খবর দেওয়া হয়েছে।
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]
আপনারাও খবরটি একটু শেয়ার করবেন, যাতে মহিলা ফিরে পেতে পারে ঘর সংসার।