Home » জেলার খবর » টোটো চিনতে এবার রং করা হবে নীল বা হলুদ

টোটো চিনতে এবার রং করা হবে নীল বা হলুদ

রামপুরহাট : শহরে টোটোর দাপট কমাতে এবার অভিনব পদ্ধতি নিতে চলেছে রামপুরহাট পৌরসভা। শহরে প্রায় ২৭০০ টোটোর আনাগোনা, তাতে যেমন বাড়ছে যানজট, তেমনি দুর্ঘটনার মত ঘটনাও ঘটছে। এই সকল টোটোর মধ্যে আবার মাত্র ৭১৫ টি টোটো পৌরসভার নথিভুক্ত।
তাই পৌরসভার তরফ থেকে ঠিক করা হয়েছিল দুপুর দুটো থেকে পরের দিন দুটো পর্যন্ত জোড় সংখ্যার টোটো চলবে। তার পরেরদিন চলবে বিজোড় সংখ্যার টোটো। কিন্তু, এই ক্ষেত্রে অনেক টোটোচালক বেআইনিভাবে জোড় ও বিজোড় দুটি নম্বর প্লেট বানিয়ে প্রতিদিন টোটো চালাচ্ছিল। তাই এবার টোটোর ছাউনি রং করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। জোড় সংখ্যার নম্বর প্লেটের টোটোর ছাউনির রং হবে হলুদ। আর বিজোড় সংখ্যার টোটোর ছাউনির রং হবে নীল। ফলে ছাউনির রং দেখেই খুব সহজেই ধরে ফেলা যাবে জোড় ও বিজোড় নম্বর প্লেটের টোটো।
[uam_ad id=”3726″]

Comments