Home » কবিতা ও ছড়া » ****উদ্বাস্তুর জ্বালা***

****উদ্বাস্তুর জ্বালা***

আমারও ছিল সাধের জমি,জমা, উঠোন, ঘরবাড়ি,

আজ আমি সব হারিয়ে ,নিঃস্ব উদ্বাস্তু ভারী।

 

তোমাদের  যখন তেল দরকার, যুদ্ধ লাগিয়ে দাও

আমাদের এইভাবে ভিটেমাটি ছাড়া করে, তোমরা কী সুখ পাও?

 

কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, কখনো বিরোধী রাজনৈতিক দল,

তাড়িয়ে দিয়েছো বিভিন্ন ভাবে, কেড়ে নিয়েছো শেষ সম্বল।

 

যত্ন করে লাগানো ফুলের বাগান, কষ্টার্জিত টাকায় করা ঘর,

আজ তাদের ছেড়ে আমি বেঁচে আছি,

ত্রিপলের করা উদ্বাস্তু শিবিরের উপর।

 

আমার বই, খাতা ,মায়ের  কেনা পছন্দের শাড়ি নেই আজ সঙ্গে,

খড় কুটো হয়ে ভাসছি আমরা জীবন স্রোতের তরঙ্গে।

 

তোমরাও মানুষ, আমরাও মানুষ, রক্ত মাংসে গড়া,

উদ্বাস্তু পরিচয়ে বাঁচতে চাই না,

ভালোবেসে থাকি হিংসা ,মারামারি ছাড়া।

 

কাবু মণ্ডল

20/6/2016

 

এই পৃথিবীতে কেউ যেন উদ্বাস্তু না হয়,

 

আমরা  যেন সামাজিক সম্প্রীতি বজায় রাখি ,এই অনুরোধ করবো সবার কাছে

Comments