উল্টো রথে উল্টো চিন্তা
কাবু মণ্ডল
যেখান থেকে শুরু, সেখানেই আবার ফেরা,
জগন্নাথ, সুভদ্রা, এবং বলরামের হলো মাসির বাড়ি ঘোরা।
উল্টো রথ তা বলে নয়,রথের চাকা উপরের দিকে,
মাসির বাড়িতে ছিলাম মজায়, আবার জীবন ফিকে।
কী মজায় না হতো যদি উল্টো হতো সব,
পুলিশকে চোর ধরছে তেড়ে, এমন হত রব।
নেতা, মন্ত্রী আসত ঘরে, নিয়ে অভিযোগের খাতা,
রেশন কার্ড পায় না কেন?,কবে পাব বেকার, বার্ধক্য ভাতা।
বলত বাবা অনেক পড়িস, চল না এবার খেলি,
পড়েই যদি নষ্ট করিস জীবন, কী মজা আর পেলি?
বউয়ের মুখে শুনতে পেতাম, আদর্শের বাণী,
চাই না আমার দামী শাড়ি, গয়না, আশুতোষ হতে জানি।
উল্টো রথে ভাবছি যত, উল্টোপাল্টা কথা,
জয় জগন্নাথ দূর করো সবার মনের দুঃখ ,ব্যাথা।