Home » জেলার খবর » ১২৩ তম পৌষমেলা ২০১৭

১২৩ তম পৌষমেলা ২০১৭

আজ সকালের ছাতিমতলায় উপাসনার সেই অডিও আপনাদের জন্য।

ভোরে গৌরাঙ্গ প্রাঙ্গনে বৈতালিক ও সকালে ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে শুরু হল ঐতিহ্যবাহী পৌষমেলা ২০১৭। হালকা কুয়াশার মধ্যে শীতের সকালের মিষ্টি রোদের আমেজকে গায়ে মেখে শুরু হল ১২৩ তম পৌষমেলা এবার। সমস্ত রীতি মেনে এই মেলা শুভ সূচনা। এবার মেলা যেহেতু তিনদিনের পরিবর্তে ছ’দিনের, তাই এবারের মেলা অন্য মাত্রাও বহন করছে। তবুও কোথাও যেন আছে বিষাদের সুরও বাজছে,  চিরাচরিত প্রথার আতসবাজির বর্ণময় ছটায় আলোকিত হবে না এবার মেলার মাঠ। পরিবেশ বাঁচাতে এমন সিদ্ধান্ত। তবে মেলায় তিনদিনের বদলে ছয় দিনের হওয়ায় মেলার ডাবল মজার দিকে তাকিয়েই আশ্রমিকরা, দেশ-দেশান্তর থেকে আসা প্রাক্তন ছাত্র-ছাত্রীরা, যাঁরা বছরের এই কটা দিনের দিকে তাকিয়ে থাকেন এই মিলনভূমে আসার জন্য। পৌষমেলায় ভিড় করা দুর-দুরান্ত থেকে আসা মানুষজনদেরও এবার মজার শেষ নেই, কারন মেলা যে এবার ছ’দিনের।
অডিও – প্রিয়াঙ্কা মন্ডল

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments