উৎসব মানেই পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেবার এক অনাবিল উদ্যাপন। নতুন উপহার, নতুন জামা- আগামীর নব আশা। কিন্তু উৎসবের হর্ষোল্লাসের মধ্যেও হয়তো আলকোজ্জ্বল মণ্ডপের অন্ধকারতম কোণে, কিংবা শহরতলির ঘিঞ্জি বস্তির আলোবিহীন ঘরের কিছু কচি মুখ উৎসবের এই কয়েকটি দিন পার করে দিতে চাইছে কোনমতে। তাদের কথা ভেবেই আমরা, “বীরভূম-লাল মাটির দেশ” আয়োজন করেছি “উৎসবে আনন্দদান”-র। এবছর উৎসবের সূচনায় এমনই ৩০০টি শিশুর হাতে তুলে দেবো পুজোর উপহার স্বরূপ নতুন পোশাক। কিন্তু শুধুমাত্র নিছক পোশাক প্রদান নয়, বরং তাদের দিনগত সাদাকালো জীবনকে অতিক্রম করে নাচগান, আনন্দ উল্লাসে ভরা একটি বর্ণময় দিন উপহার দেবার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন যে অনুষ্ঠানের অংশগ্রহণ করবে সেই শিশুরাই । এই ভিডিও টি তারই প্রস্তুতি পর্বের একটি ঝলক ।