Home » উৎসবে আনন্দদান » “উৎসবে আনন্দদান ২০২৩“- এবারও লক্ষ্য, “দেড় হাজার শিশুকে” নতুন জামা উপহার দেওয়ার

“উৎসবে আনন্দদান ২০২৩“- এবারও লক্ষ্য, “দেড় হাজার শিশুকে” নতুন জামা উপহার দেওয়ার

শরৎ আসছে। মহামারী নামের একটি আতঙ্ক কে বুড়ো আঙুল দেখিয়ে আমরা এখন ছন্দে ফিরেছি। খড়ের কাঠামোয় লাগছে মাটির প্রলেপ, সৃষ্টির রঙ। পুজো মানেই হুল্লোর-আনন্দ- হইচই, পুজো মানেই অনেক অনেক আলো, খুশি এক জায়গায় জড়ো হয়ে লুটোপুটি খাওয়া। পুজো মানেই সবটুকু নতুন, বাড়িতে নতুন রঙ, নতুন বেডকভার, আলকাতরা আর শিউলির গন্ধে ম ম করা সকাল। পুজো মানেই নতুন জামাটা বার বার খুলে দেখা। পুজো মানেই কারোর বাড়িতে আলো ঝলমল,,,আবার পুজো মানেই কারোর ঘরে অন্ধকারের ছায়া। অন্ধকার তাঁদের ঘরেই যে সকল বাবা মা তাঁদের বাচ্চাদের হাসিমুখ দেখতে পাননা এই খুশির সময়েও। ম্লান মুখে শুধু তারা চেয়ে থাকে। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে নতুনের স্বাদ গ্রহণ বোধহয় বিলাসিতা ছাড়া আর কিছু না। তাই তো সেই সব ঘরের একটা দিক অন্ধকারে থেকে যায়।

আচ্ছা আমরা যদি এই ম্লান মুখ গুলোতে একটু হাসির রেখা টানতে পারি ! দারিদ্রের কাছে হেরে যাওয়া জীবনকে যদি বুড়ো আঙুল দেখিয়ে জন্ম দিতে পারি একঝাঁক হাসির, অফুরান আনন্দের ,তাহলে কেমন হয়? আসুন না, আমরা চেষ্টা করে দেখি। আর এই চেষ্টাটুকু কে সবার মাঝে ছড়িয়ে দিতেই বিগত ছয় বছরের মতো বীরভূম লাল মাটির দেশ এই বছরও “উৎসবে আনন্দদান ২০২৩ “-র মাধ্যমে দেড় হাজার শিশুর মুখে হাসি আনতে চায়। কিছু সময়ের জন্য হলেও ভালোবাসায়, আনন্দে ভরিয়ে দিতে চায় ওই নিষ্পাপ শিশুদের মন। প্রায় দেড় হাজার শিশুকে নতুন জামা উপহার দিয়ে পুজোর আনন্দটুকু ভাগ করে নিতে চায় তাঁদের সাথে। আমরা তো সমাজকে ভালোবাসি, আমরা তো বিবেকবান, অন্যের পাশে দাঁড়ানোটা তো আমাদের দায়িত্ব, কর্তব্যও। আনন্দ তো ভাগ করলে বাড়ে,তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি-ই না পারি কি না ওই ছোট ছোট কিশলয় কে নতুনের স্বাদ দিয়ে পুজোটাকে আমার, আপনার সবার করতে।

এই বছরও আমরা পরিকল্পনা করেছি “দেড় হাজার” শিশুর মুখে হাসি ফোটানোর,তাদের রোজকার গতানুগতিক জীবনে একটা আনন্দ ঝলমল দিন উপহার দেওয়ার।আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনিও অন্তত এক বা একাধিক শিশুর পুজোর নতুন জামার দায়িত্ব নিন। আসুন না, চেষ্টা করি এই উৎসব কে বাস্তবিক অর্থেই সর্বজনীন করার।

অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফার বা চেক –

Payee Name: Birbhum Lal Matir Desh
SBI Current A/C- 37114181326
IFSC- SBIN0008720
Kaijuli More Branch

অথবা

UPI ID: 9083950005@sbi

অথবা

Online Donation Gateway –

Donate Online

 

আমাদের সাথে যোগাযোগ করুন :
Birbhum Lal Matir Desh
Field Office: Lal Kuthi Para, Suri, (Near Suri Circuit House / Bharat Sebashram), Birbhum, West Bengal, Pin- 731101

Official Number & whatsApp– 9083950005
Website: www.birbhum.org
email : birbhumlalmatirdesh@gmail.com
Facebook: fb.com/birbhumlalmatirdes

অথবা
তাপস কুমার দত্ত – 9434635361
সোমনাথ দে – 9474309702
দেবযানী মজুমদার – 7001874795
চন্দ্রিমা চ্যাটার্জী- 9434306694
অনুপ চ্যাটার্জী- 9832282918
নির্মল মন্ডল – 9832275762
প্রসেনজিৎ মন্ডল -7501544418
তাপস মুখোপাধ্যায়- 8250642133
রাজকুমার কবিরাজ – 9477034752
প্রসেনজিৎ মুখোপাধ্যায়- 08967166992

 

দেখুন বিগত বছরের “উৎসবে আনন্দদান” সফল কর্মসূচির বিস্তারিত –

উৎসবে আনন্দদান ২০২২

উৎসবে আনন্দদান ২০২১

উৎসবে আনন্দদান ২০২০

উৎসবে আনন্দদান ২০১৯

উৎসবে আনন্দদান ২০১৮

উৎসবে আনন্দদান ২০১৭

 

Comments