বোলপুর ও সিউড়ি :।।১৯শে মে, ১৯৬১ ।। বাংলা ভাষা আন্দোলনের স্মারকদিবস। বরাক উপত্যকার ১১জন শহীদ হয়েছেন আমার মাতৃভাষার জন্য।প্রথম মহিলা কমলা ভট্টাচার্যের আত্মবলিদান বাংলা ভাষার জন্য। শচীন্দ্র মোহন পাল, চণ্ডীচরন সুত্রধর, হীতেশ বিশ্বাস, তরনী দেবনাথ, কুমুদ দাস, সুকোমল পুরকাযসত, সুনীল কর্মকার, কানাইলাল নিয়োগী, বীরেন্দ্র সুত্রধর ও সত্যেন্দ্র দেব শহীদ হয়েছেন আজকের দিনে। বাংলা ভাষার জন্য। নানা কারণে ১৯ শে মে উপেক্ষিত হয়ে থাকলেও বোলপুর, সিউড়ি এবং বীরভূমের অন্যান্য কিছু স্থানে দেখাগেল অন্য চিত্র। বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সেই সব মানুষদের জানাই বিনম্র শ্রদ্ধা।।
তথ্যঃ সহায়তায় সুদীপ্ত গঁড়াই