ওয়ানাক্রাই হচ্ছে একটি ম্যালওয়্যার, এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা একটি কম্পিউটারে সংরক্ষিত ডাটা বা তথ্যকে ‘এনক্রিপ্ট’ করে ফেলে বা বলা যেতে পারে ‘কম্পিউটারে সংরক্ষিত ডাটা বা তথ্যকে বিশেষ পদ্ধতিতে তালাবন্দি করে ফেলে ’ এটা অনেকটা এই রকম-যেন একজনের বাড়িতে ঢুকে আরেকজন লোক সব তালা-চাবি ভেঙে ফেলে নতুন তালা-চাবি লাগিয়ে দিল। তখন কম্পিউটারের আসল ব্যবহারকারী নিজে তার কম্পিউটারের কোথাও ঢুকতে পারবেন না। হ্যাকাররা সেই প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এক ধরনের ‘মুক্তিপণ’ হিসেবে অর্থ দাবি করছে। এ জন্যই একে বলে ‘ র্যানসমওয়্যার (ransom কথার অর্থ মুক্তিপণ এবং ware কথাটি software থেকে নেওয়া হয়েছে)’।
-কীভাবে ছড়াল এই ওয়ানাক্রাই?
‘ওয়ার্ম’ বলে পরিচিত এক ধরনের কম্পিউটার ভাইরাসের মাধ্যমে এটা ছড়িয়েছে। অন্য সফটওয়্যারের সঙ্গে এর পার্থক্য হল, এটা নিজে নিজেই একটা নেটওয়ার্কের মধ্যে চলাচল করতে পারে। ওয়ানাক্রাই একটা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকলে তা নিজে নিজেই অরক্ষিত কম্পিউটার খুঁজে বের করে এবং সেটাকেও সংক্রামিত করে।
ধারণা করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার পাওয়া একটি ভাইরাসকে কাজে লাগিয়ে এটি বানানো হয়েছে। কোনোভাবে এই ভাইরাসটির তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। এরপরই কয়েকজন বিশেষজ্ঞ বলেছিলেন, এই তথ্য ফাঁসের ফলে কিছুদিনের মধ্যেই ‘স্বয়ংক্রিয়’ র্যানসমওয়্যার ভাইরাস আবিষ্কৃত হবে। এরপর মাস দুয়েক পার হতে না হতেই বিশ্বব্যাপী সাইবার আক্রমণের এ ঘটনা ঘটল। ওয়ানাক্রাই কে বানিয়েছে এখনও কেউ জানে না।
-সাইবার-ক্রিমিনাল এবং তথ্য-চোরদের চাহিদা কি ?
কম্পিউটারে সংরক্ষিত ডাটা বা তথ্যকে বন্দি করে তার মুক্তি পন আদায় করা । এই মুক্তি পন দাবি করা হচ্ছে “বিট কয়েন” এর মাধ্যমে। আক্রান্ত কম্পিউটারের কোনও ফাইল, ফোল্ডার খুলবে না। ফোল্ডার বা ফাইল খুলতে গেলে একটাই বক্স খুলবে। তাতে লেখা থাকবে Ooops, your files have been encrypted ! এরপর আপনি আর কিছু খুলতে পারবেন না। যাই খুলতে যাবেন প্রথমে 300 ডলার বিট কয়েন কারেন্সিতে চাইবে । না দিলে ৩ দিন পর ওই রাশি বেড়ে দ্বিগুণ হবে অর্থাৎ 600 ডলার , সেটা ও না দিলে কম্পিউটারে রাখা যাবতীয় জিনিস সব উধাও হয়ে যাবে।
-বিট কয়েন কি ?
বিট কয়েন হল একটি অনলাইনকারেন্সি সিস্টেমের মুদ্রা। এই কারেন্সি সিস্টেম কে ক্রিপ্টোকারেন্সি বলে।একে দেখা অথবা ছোঁয়া যায় না। এটি তৈরি হয় অনলাইন এ , এবং ব্যবহারিতও হয়অনলাইন এ ডিজিটাল মাধ্যমে। বিটকয়েন দিয়ে টাকা লেনদেন করলে কে কাকে টাকা দিচ্ছে, কীভাবে দিচ্ছে, তা বের করা খুব কঠিন।
বর্তমানে ভারতীয় মুদ্রায় বিট কয়েন এর বিনিময় মূল্য : 1 Bitcoin = 111216.33 Indian Rupee.
বর্তমানে ডলারের বিট কয়েন বিনিময় মূল্য : 1 Bitcoin equals 1736.70 US Dollar.
-ওয়ানাক্রাই থেকে সাবধান থাকতে নিজের সিস্টেমে ঠিক কি কি করবেন –
1.নিজের কম্পিউটার সিস্টেমে অবশ্যই রাখবেন আপডেটেট।
2.ইমেলের ইনবক্সের কোনও অবাঞ্ছিত লিঙ্কে ক্লিক করবেন না। অপরিচিত কোনও ইমেল খুলবেন না। চেনা-জানা প্রেরক না হলে, মেল খোলার দরকার নেই। কোনও অপরিচিত প্রেরকের পাঠানো rar ফাইল, zip ফাইল খুলবেন না। আপগ্রেডেড অ্যান্টি ভাইরাস ব্যাবহার করুন।
3.কম্পিউটারে অপারেটিং সিস্টেম কে আপগ্রেড করুন।
4.কম্পিউটারে সমস্ত ডেটার ব্যাকআপ রাখুন এক্সটারনাল হার্ড ড্রাইভে,ক্লাউডে।
5.অপরিচিত কোনও প্রোগ্রাম বা সফটওয়্যার নিজে থেকে ইনস্টল করতে যাবেন না।
6.ফাইলের এক্সটেনশনের অন করে রাখুন। কোনো কারণে সিস্টেমে একাধিক এক্সটেনশন যুক্ত ফাইল আসলে ক্লিক না করে ততক্ষনাত ডিলিট করুন । ওয়ানাক্রাই এর এপ্লিকেশন গুলি বিভ্রান্তির জন্য দুটো করে এক্সটেনশন শো করে যেমন : filename.mp4.exe, filename.jpg.exe
7.কম্পিউটারের মধ্যে কোনো অসঙ্গতি দেখলে ততক্ষনাত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করুন ।