Home » কবিতা ও ছড়া » অচেনা সেই সব ভাই

অচেনা সেই সব ভাই

সকল প্রকার ভারতীয় সৈন্যদের ভাইফোঁটার প্রীতি ও শুভেচ্ছা জানাই।

ভাইফোঁটায় লুচি, পায়েস খাচ্ছি আমরা বেশ,
শহীদ হচ্ছে কতো না ভাই, বাঁচাতে তাদের দেশ।

তাদের নেই ফোঁটা নেওয়ার ,সকাল থেকে উন্মাদনা,
ঘামে ভরা জলপাই পোশাকে, যাদের যাই চেনা।

পাই না যারা চন্দনের তিলক, কালো কালিতে ঢাকে কপাল,
বিনিদ্র রজনী কাটে পাহারায়, নাই উৎসবের সকাল।

আমাদের আছে ভাই, দিদির কাছে পছন্দের জিনিসের আবদার,
শত্রুপক্ষের গুলি, গ্রেনেড, মর্টার যাদের কাছে, প্রতিদিনের উপহার।

সেই সব বীর, সাহসী ভাইদের কপাল চর্চিত করলাম ভাইফোঁটায়
যারা আমাদের নিশ্চিন্তে ঘুম ,প্রতি রাত্রে জোটায়।

কাবু মন্ডল

Comments