খয়রাশোল,বীরভূম:-অর্থের অভাবে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মাস কয়েকের মধ্যেই ফিরল নিথর দেহ।ঘটনাটি ঘটেছে কাঁকরতলা থানার কৈথি গ্রামে।কালীপূজার পরেই কাজের সন্ধানে চেন্নাইএর প্রীতি জেলায় কাজ করতে যায় বছর কুড়ির অশোক বাউরী। কয়েক দিন আগে ঠিকাদারের পক্ষ থেকে বাড়িতে খবর দেওয়া হয় অশোক খুব অসুস্থ, তার চিকিৎসা করানোর টাকা তাদের কাছে নেই বাড়ির লোকজনকে টাকা নিয়ে দ্রুত আসতে।টাকা সংগ্রহ করে গ্রামের দুইজনকে চেন্নাই পাঠানো হলে তারা সেখানে গিয়ে জানতে পারে গত রবিবারই মারা গেছে অশোক।কাকাকে দিয়ে দেহ সনাক্ত করিয়ে অশোকের দেহের অন্ত্যোষ্টিক্রিয়া চেন্নাই এ করতে বাধ্য করা হচ্ছিল ঠিকাদারর সংস্থার লোকজন। কিন্তু তার কাকা বারবার দেহ বাড়ি নিয়ে যাওয়ার দাবি জানালে বাধ্য হয়ে শব বাহনকারী গাড়ি দিয়ে তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়।গ্রামের ছেলের মৃত্যুতে শোকাহত তার পরিবার ও সমস্ত গ্রামের মানুষ।মৃতের বাবা বিজয় বাউরি বলেন কাজের অভাবে ভিনরাজ্যে কাজ করতে যেতে বাধ্য হয়েছিল তার ছেলে। কিন্তু তার মৃত্যু সংবাদ শুনতে হবে এটা তিনি ভাবতেও পারেননি। একমাত্র ছেলের আয়েই চলত সংসার। বাইরে যাওয়ার পর একবারও টাকাও পাঠাতে পারেনি পরিবারের কাছে।তার উপর বাড়িতে বিবাহযোগ্য বোনের অর্থের অভাবে বিয়ে দিতে পারেননি। আর এর মধ্যেই এমন দুর্ঘটনা। শোকার্ত ও চিন্তিত
পিতা কাঁধে ছেলের মৃতদেহ নিয়ে আরো বলেন জানিনা কিভাবে চলবে তাদের সংসার।
ছবি ও তথ্যঃ বাপ্পাদিত্য পাল
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]