Home » Wall of Help » মহঃ বাজার ব্লক অন্তর্গত আদিবাসী অধ্যুষিত মাধবডিহি গ্রামে “ওয়াল অফ হেল্প” এর বিতরণ শিবির

মহঃ বাজার ব্লক অন্তর্গত আদিবাসী অধ্যুষিত মাধবডিহি গ্রামে “ওয়াল অফ হেল্প” এর বিতরণ শিবির

৩১জুলাই ২০২২, রবিবার মহঃ বাজার ব্লক অন্তর্গত আদিবাসী অধ্যুষিত মাধবডিহি গ্রামে বীরভূম লাল মাটির দেশ এর কর্মসূচি “ওয়াল অফ হেল্প” এর বিতরণ শিবির অনুষ্ঠিত হলো। উক্ত শিবিরের মাধ্যমে গ্রামের সমস্ত মানুষ (আমাদের সার্ভের তথ্য অনুযায়ী পরিবার ৯২টি, মানুষ ৩৫৯ জন) উপকৃত হলেন।
উক্ত ক্যাম্পের কর্মসূচি ছিলো:
১) ওয়াল অফ হেল্প ক্যাম্পের জন্য সংগৃহিত জামাকাপড় পরিবার ভিত্তিক প্রদান।
২) মেডিক্যাল ক্যাম্প ও প্রয়োজনীয় ওষুধ প্রদান।
৩) পরিবার পিছু একটি করে নুতন মশারী (৬x ৭ সাইজ) প্রদান।
এই কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হওয়ার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ।  আগামী দিনেও আপনারা বীরভূম লাল মাটির দেশের বিভিন্ন মহৎ কর্মসূচি তে এই ভাবেই আমাদের পাশে থাকবেন এই আশা রাখি।

 

Comments