Home » Wall of Help » Wall of Help

Wall of Help

আজ পর্যন্ত বীরভূম বাসীর ও অসংখ্য শুভানুধ্যায়ীর যে ভালোবাসা ” বীরভূম লাল মাটির দেশ” কে অনুপ্রাণিত করেছে, সেই অনুপ্রেরণা আজ নতুন মাত্রা পেতে চলেছে। বীরভূমের জেলা শাসক শ্রী পি. মোহন গান্ধী ( আই. এ.এস) মহাশয়ের ব্যক্তিগত উদ্যোগে ও বীরভূম জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় আজ ” বীরভূম লাল মাটির দেশ” আয়োজন করেছে ” wall of help”.জেলাশাসক দপ্তর সহ আরো ৭৩টি সরকারি অফিস/ দপ্তরের কর্মীরা নিজেদের অপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেবেন আমাদের হাতে। আর আমরা সেগুলি পৌঁছে দেবো এমন মানুষদের কাছে যাদের সেগুলি ভীষণ প্রয়োজন। এমন অনন্য উদ্যোগে যুক্ত হতে পেরে ” বীরভূম লাল মাটির দেশ” বীরভূম জেলা প্রশাসনের প্রতি ও বিশেষ ভাবে জেলাশাসক মহাশয়ের প্রতি কৃতজ্ঞ।

click here to give us your feedback

click here to give us your feedback

Comments