দুবরাজপুর : বীরভূম জেলার অনন্য শিক্ষা প্রতিষ্ঠান দুবরাজপুর শহরের নিকটবর্তী হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। সেই কলেজে আজ মন্ত্রী আশিষ বন্দোপাধ্যায়ের আতিথেয়তায় Wall of Kindness এর শুভ সূচনা হয়েগেল। মন্ত্রী আশিষ বাবু ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। Wall of Kindness এর অর্থ হল আপনি দিয়ে যান, যদি আপনার না লাগে, আপনি নিয়ে যান যদি আপনার লাগে।
অর্থাৎ কোনো জিনিস প্রতিষ্ঠানে কারোর যদি দান করার থাকে সে যেমন দিতে পারবেন, তেমন কারোর যদি নেওয়ার থাকে নিতে পারবেন। সম্পূর্ন কাজটি একটি সুষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে হবে বলে জানান কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জি। তিনি বলেন এখানে ‘দান’ করার ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যা দীপিকা সাহার এই প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয় বলে কলেজ সূত্রে খবর। মন্ত্রী আশিষ বাবু এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন ডঃ বিশ্বজিৎ দে, সমাজসেবী মলয় মুখার্জী ও কলেজের অগণিত ছাত্রছাত্রীরা।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ।
[uam_ad id=”3726″]