রেললাইনের ওপর বসে মোবাইলের হেডফোনে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম তারই দুই বন্ধু। সোমবার সন্ধ্যা বেলায় ঘটনাটি ঘটেছে, বীরভূমের নলহাটির করিমপুরে। এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, নলহাটি পৌরসভার বাসিন্দা সুমন খান, অর্পণ মজুমদার ও প্রিয়ব্রত মজুমদার নামে তিন কিশোর সন্ধ্যার সময় করিমপুরে রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। সেই সময় আপ লাইন দিয়ে আসা একটি মালগাড়ি তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। ট্রেনের চালক লাগাতার হর্ণ দিতে থাকলেও কানেই শুনতে পায়নি সেই তিন যুবক। তারপর ট্রেনটি খুবই কাছাকাছি চলে আসার ফলে লাইন ছেড়ে ওঠার ঠিক আগের মুহূর্তে জোরে ধাক্কা মারে ট্রেনটি। তিনজনেই গুরুত্বর যখম অবস্থায় সেখানেই লাইনের ধারে ছিটকে পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবী অল্পের জন্য দুজন প্রাণে বেঁচেছে। লাইনের তলায় পড়ে গলে ওরা কেউই বাঁচত না। ঘটনার পর নলহাটি জিআরপি তাদের উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। এদিকে এর পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রিয়ব্রতকেও। সুমনের দাদা শেখ নিজামুদ্দিন বলেন, “প্রত্যেকের কানে হেডফোন থাকায় মালগাড়ির শব্দ শুনতে পায়নি ওরা। ফলে এই দুর্ঘটনা ঘটে।” ঘটনায় জখম প্রিয়ব্রত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানায়, “আমি এক বন্ধুর মোবাইলের দিকে তাকিয়েছিলাম। তখনই মালগাড়ি আমাদের ধাক্কা মারে।” জিআরপি আধিকারিক এ কে বেরা বলেন, “ওই জায়গায় প্রায় কিছু যুবক বসে মোবাইল ঘাঁটে। আমরা বার বার সচেতন করেছি। তাতেও কোনও লাভ হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটল।”
তথ্যঃ কৌশিক সালুই