স্বাধীনতা দিবস এর দিন অনুপস্থিত, কলেজে ঢুকতে বাধা শিক্ষক -শিক্ষিকাদের।
ঘটনাটি ঘটেছে খয়রাশোল শৈলজানন্দ – ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয় এ, প্রায় ১০:৪৫ থেকে ১২টা অবদী কলেজের বাইরে দাঁড়িয়ে রইলো শিক্ষক – শিক্ষিকারা। ছাত্রছাত্রী দাবি ‘যেকোন অনুষ্ঠান এ বেশির ভাগ শিক্ষক -শিক্ষিকারাই অনুপোস্থিত থাকেন, আমরা অনুষ্ঠানসূচী আগে থেকেই জানিয়ে দি, কোন সুরোহা হয়নি বলেই আজ আমাদের এই পদক্ষেপ।’
কলেজের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ গড়াই জানান ‘ছাত্রছাত্রী দের অভিযোগ সত্য, এমনকি কোন শিক্ষক -শিক্ষিকা সময় মতো কলেজে আসেন না, উপরন্তু ৪:৩০ এর আগেই কলেজ থেকে বেরিয়ে যান, এগুলো আমরাও বার বার প্রিন্সিপ্যাল কে জানিয়েছি’। এই বিক্ষোভে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ায় ছাত্র সংসদ।ছাত্র সংসদের পক্ষ থেকে বিক্ষোভে অংশ নেয় দীপক ঘোষ,রঞ্জন চ্যাটার্জ্জী,সুমিত ব্যানার্জ্জী।
ছবি ও তথ্যঃ সুদীপ্ত গঁড়াই ও বাপ্পাদিত্য পাল
[uam_ad id=”3726″]