Home » জেলার খবর » প্রজাতন্ত্রের দিবসের অন্য ছবি

প্রজাতন্ত্রের দিবসের অন্য ছবি

বীরভূমের বোলপুরের Biker’s ক্লাব এবছর প্রজাতন্ত্র দিবসে অন্যভাবে পালন করলো তাদের কর্মসূচি।। আজ তারা নিজেদের টাকা নিয়ে বোলপুরের আদিত্যপুর স্কুলে যায়। সেখানে তারা দুস্থ শিশুদের মধ্যাহ্ন ভোজনের আয়োজনের মাধ্যমে হৈ হুল্লোড়ের করে দিনটি শ্রদ্ধার সাথে পালন করলেন। সাথে ছিলো বই, খাতা, রঙ পেন্সিল সহ বিভিন্ন উপহার।। প্রায় ১০০ শিশুকে এই উপহার ও খাওয়ানো দাওয়ানো করানো হয়।। এছাড়াও বোলপুর শহর জুড়ে একটি র‍্যালিও করেন তারা।।
ভিডিও ও তথ্য প্রসেনজিৎ মালাকার

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments