Home » কবিতা ও ছড়া » জিজ্ঞাসা

জিজ্ঞাসা

তোমার কি আছে ছন্দ জ্ঞান?
এই প্রশ্ন বিদগ্ধ জনের
ভালোবাসার কি আছে কোনো ব্যাকরণ?
এই প্রশ্ন আমার মনের।

জানো কি বাক্যে অলংকারের ব্যবহার?
প্রকাশ পাই কি তাতে মনের ভাব ?
ক্ষুধার্ত পেট বোঝে মাড় ভাতের মূল্য,
ভোজ বাড়ির তার বড়োই অভাব।

করছো তুমি অপমান সাহিত্যের,
রবীন্দ্রনাথ, জীবনানন্দের কবিতা ধারার
শরতের মেঘ কী ঢাকতে পারে আলো সূর্যের?
ধোঁয়াশা পারে কি ঢাকতে ঝিকিমিকি তারার?
যা দেখি ,যা ভাবায় তা’ই লিখে চলি
না আছে বাংলা ভাষার উপর দখল
বুদ্ধির দৌড় নেই এতটুকু,সবই অধম মানের
চেষ্টা করে যায়,পরিশ্রম করেই যদি হয় সফল।

ভালো আমাকে বলো, তা চাই না কখনো,
চাই শুনতে নিরপেক্ষ সমালোচনা
সমুদ্র তটে পড়ে থাকে কত শত নুড়ি
কষ্টি পাথরে যাচাইয়ে যাই চেনা সোনা।

কাবু মন্ডল

Comments