Home » কবিতা ও ছড়া » এপ্রিল ফুল

এপ্রিল ফুল

অনুগল্প
আজ সকাল থেকেই টিয়ার মন খারাপ, আজ তো “এপ্রিল ফুল ডে”
প্রতি বছর এই দিন ,তন্ময় তাকে কিছু না কিছু ভাবে ঠকাতে চেষ্টা করত আর সফলও হতো।
কিন্তু গত বছর এই দিনেই যখন তন্ময় তাকে কলেজের ক্যান্টিনে বলেছিল,’i can’t love u anymore’ তখন সে হেসেই উড়িয়ে দিয়েছিল ,ভেবেছিল এবারও তাকে এপ্রিল ফুল বানাচ্ছে।
তারপর টিয়া যতবারই তন্ময়কে সেদিন ফোন করেছে তন্ময় সেই একই কথা বলেছে, আর টিয়া হেঁসে উড়িয়ে দিয়েছিল।
কিন্তু না, সেই ছিল তাদের মধ্যে শেষ একসাথে মুখোমুখি কথা বলা।
তারপর ,তন্ময় আর কোনো ফোনও করেও নি আর রিসিভ করেও নি।
একটা ভালোবাসার সম্পর্ক এই ভাবেই কি শেষ হতে পারে?এতোই কি ঠুনকো ছিল তাদের মনের মিল?না’কি সে প্রথম থেকেই fool হয়েছে?
কিন্তু কেন?তা আজও জানতে পারে নি টিয়া।
তবে কি সত্যি কথায় বলেছিল তন্ময় ?
তবে কি, এপ্রিল ফুল হয়েছিল সেদিন সে?
এইরকম ভাবেই আজকের দিনে ভালোবাসার মানুষরা এপ্রিল ফুল বানানোর নামে সব সত্যি কথাই বলে?
না ,তাহলে আজ কি সত্যিই এপ্রিল ফুল ডে?
কাবু মন্ডল

Comments