Home » কবিতা ও ছড়া » মায়ের কাছে প্রার্থনা

মায়ের কাছে প্রার্থনা

“মা”, অনেক খুশি দাও প্রতি বছরই,
তোমার আগমনের মধ্য দিয়ে,
বেশি কিছু চাই না “মা”,
যেন থাকতে পারি সবাইকে সঙ্গে নিয়ে।

রেখো’মা’ তুমি পরিবারের ভালোবাসা,
বন্ধুত্বের অটুট বন্ধন,
সন্তানদের উপর ‘মা’তোমার আশীর্বাদ, থাকে যেন সারাক্ষন।

দূর করো ‘মা’ সকল প্রকার হিংসা, ক্রোধ ,অহংকার,
যেন সবাই পাই ‘মা’ দুবেলা পেট ভরে খাবার।
সময়ের স্রোতে বহমান প্রতিটি উৎসব,
জাগায় যেন ‘মা’ সবার মনে আনন্দের কলরব।

আমাদের প্রতিটি কাজে’মা’ ,
থাকুক বিশ্ব শান্তির বাণী
তোমার কৃপায় দূর হোক ‘মা’,
সব অশান্তি, দুঃখ, গ্লানি।

মহাসপ্তমীর এই মাঙ্গলিক ক্ষনে,
সবার হৃদয়ে জাগাও ‘মা’ আশা,
বিশ্ব জুড়ে নেমে আসুক ‘মা’,
মানবতাবোধ আর ভালোবাসা।

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

Comments