Home » কবিতা ও ছড়া » উপলব্ধি

উপলব্ধি

সবাইকেই জানাই মহাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা।

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

হই হই করে পেরিয়ে গেল,
ষষ্ঠী, সপ্তমী এই দুই দিন,
মাকে নিয়ে মেতে থাকার ,
আর তো মাত্র দুটি দিন।

রাতভর জেগে ঠাকুর দেখা,
ফুর্তিতে ,মস্তিতে নিজেকে রাখা,
এই তো আমি আছি পুজোর ঘোরে,
সকালে বিছানা ছাড়ছি ন’টার পরে।

সত্যি বলতে যেন ,
ভাসছি আনন্দের স্রোতে,
না পাওয়ার হতাশা গুলো,
দেখছি না আছে ওত পেতে।

কেন জানি না তবুও লাগে ভয়,
এই বুঝি অপেক্ষা করছে কোন পরাজয়,
যদিও নেই মেঘ সিঁদুরে,
খুশির আভা ছড়িয়ে আছে,
সারা আকাশ জুড়ে।

এত সবকিছুর মধ্যেও ,
হাঁটছি একাই জীবনের রাস্তায়,
সবাই কতো সুখী ,
ঈর্ষায় কাতর আমার মন,
আড়চোখে তাকায়।

Comments