Home » জেলার খবর » স্টপেজের দাবিতে অবরোধ মুরারই স্টেশনে

স্টপেজের দাবিতে অবরোধ মুরারই স্টেশনে

সাহেবগঞ্জে রেললাইনে কাজ চলায় এমনিতেই বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে পাঁচটি ট্রেন বাতিল। ফলে হাওড়া থেকে সন্ধ্যায় মুরারই পৌঁছানোর কোনও ট্রেন নেই। তাই রামপুরহাটে কর্মরত বেশ কিছু মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফেরার কোনও ট্রেন পাচ্ছিলেন না। এমন অবস্থায় এলাকার মানুষের দাবিতে বেশ কিছুদিন ধরে বালুরঘাট এক্সপ্রেসের স্টপেজ দিয়ে আসছিল মুরারই স্টেশনে রেল কর্তৃপক্ষ। কিন্তু, গতকাল হঠাৎই স্টপেজ না দিয়েই ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়। ফলে প্রায় ২০০ জন যাত্রীকে নামতে হয় পরের স্টপেজ বিহারের পাকুড়ে। আজ সকালে ডাউন বারহাওড়া ট্রেনে করে তাঁরা মুরারই পৌঁছান। এরপরই শুরু হয় অবরোধ। তাঁদের সঙ্গে অবরোধে সামিল হন স্থানীয় এলাকার মানুষও।
আন্দোলনকারীদের দাবি, মুরারই স্টেশনে বালুরঘাট এক্সপ্রেসের স্থায়ী স্টপেজ দিতে হবে। ঘন্টা খানেক অবরোধ চলার পর স্টেশন ম্যানেজার উত্তম চট্টোপাধ্যায় আশ্বাস দেন যতদিন লুপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক না হচ্ছে ততদিন বালুরঘাট এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হবে।

ভিডিও – অক্ষয় ধীবর

ছবি : রায়হান রেজা

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments