Home » কবিতা ও ছড়া » ***বাবা***

***বাবা***

***বাবা***

বাবা আমাদের কাছে অতি পরিচিত শব্দ,

তোমার এক চাউনিতেই আমরা সবাই জব্দ।

 

বাবা ,আমার আদরের মায়ের স্বামী,

তুমি যে ঠিক কী, আজও বুঝে উঠতে পারিনি আমি।

 

মা যদিও জন্মদাত্রী মা,

আমার জন্মে তোমার ভূমিকাও কম কী বা?

 

জানি মায়ের দুধ,রক্ত হয়ে দৌড়াচ্ছে

আমার ধমনী ,শিরায়

তবুও তোমার শ্রেষ্ঠতম শুক্রানুই  ছাড়া,

এই ধরণীতে আমার অস্তিত্ব নাই।

 

ছোটো বেলায় তোমার কোলে থেকেছি আমি কম,

তবুও অনুভব করেছি তোমার মমতার গরম।

 

বাবা তুমি দেখই নি আমার প্রথম চলতে পারা,

সকাল থেকে কাজের চাপে বাড়ির বাইরে, সন্ধ্যে বেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরা।

 

 

বাবা জানতো তুমি আদর দিয়েছ কম,

শাসন ছিল বেশি,

যদিও মেলায় অনেক ভিড়ের মধ্যে ,

বুকের মধ্যে জড়িয়ে রাখত তোমার শক্ত পেশি।

 

তবুও নিয়ম  করে রাত্রে পড়তে বসানো,

তুমি না থাকলে অঙ্ক আমার প্রিয় বিষয় হতো না জানো।

 

যদিও পেতাম পুজোতে জামা, জন্মদিনে কলম,

আজও তোমার ভালোবাসার ধরণটা অন্যরকম।

 

ভালো রেজাল্ট চাই, পড়ছো তো মন দিয়ে, এই সব তোমার প্রিয় কথা,

আসলে তুমি বুঝতে বেকার জীবন,

জীবনে ব্যার্থতার ব্যথ্যা।

 

তুমি অনেকটা মধ্য গগনে সদাই বিকশিত তপন

জীবনে তোমার গুরুত্ব কী ,আজ বোঝে এই মন।

 

তুমি ছাড়া আমার জীবনটা ,

হিজিবিজি লেখা সাদা খাতা,

সাফল্য এসেছে তোমার জন্যই,

আজ  রঙিন হয়েছে জীবনের পাতা।

 

কাবু মণ্ডল

19/6/2016

Comments