Home » জেলার খবর » বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে বোমাবাজি

বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে বোমাবাজি

বীরভূম ৬ জুলাইঃ- একটি অনুষ্ঠানের বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে গ্রামে বোমা বাজির অভিযোগ দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউরি থানার জানুরী গ্রামে। ঘটনায় অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। যদিও তৃনমূল নেতৃত্বের দাবি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ সেখানে রাজনীতির কোন সম্পর্ক নেই।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে জানুরী গ্রামের বাসিন্দা বৃন্দাবন ডোম এর বাড়িতে বৃহস্পতিবার সকালে বোমা ও মাস্কেট নিয়ে হামলার অভিযোগ উঠলো। গোটা চারেক বোমাও ফাটানো হয় বলে ওই পরিবারের দাবি। ঘটনার সুত্রপাত বুধবার রাত্রিতে একটি অনুষ্ঠান ছিল। সেই সময় বিদ্যুৎ বিভ্রাট হয়। এর পর উদ্যোক্তাদের সঙ্গে বৃন্দাবন ডোমের একটা বচসা হয়। এদিন সকালে দুক্সৃতি বাহিনী গ্রামে ওই ব্যাক্তির বাড়িতে গিয়ে বোমা ও মাস্কেট নিয়ে হামলা করে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। স্থানীয় তৃনমূল নেতা স্বপন চৌধুরীর এই হামলা সংগঠিত করে বলে আক্রান্ত পরিবারের দাবি। যদিও এই ঘটনায় কেও হতাহত হয়নি। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বৃন্দাবন ডোমের স্ত্রী তাপসী ডোম বলেন,অনুষ্ঠানে কারেন্ট চলে জাওয়াকে কেন্দ্র করে বচসা হয় আমার স্বামীর সঙ্গে। এদিন দুস্কৃতিরা আমাদের বাড়িতে হামলা করে বোমা নিয়ে। সিউড়ি ২ ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি নুরুল ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই। সম্পুর্ন গ্রাম্য বিবাদ’’। যদিও পুলিশ এই নিয়ে মুখ খুলতে চায়নি।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই

Comments