Home » কবিতা ও ছড়া » ব্রিজ

ব্রিজ

অনেক দিনের দাবি আছে
একটি ব্রিজ চাই।
দুটো জেলা যুক্ত হবে
যেটা সবাই চাই।
বীরভূমের মানুষ যায়
বর্ধমানের আসে,
নৌকা ডোঙ্গায় ভেসে।
অজয় নদের উপর যদি
একটি সেতু হয়,
প্রচুর লোকের কষ্ট যাবে
সবার ভাবার বিষয়।
ওই পারেতে দুর্গাপুর
এপারে কেন্দুলি
একটি সেতুর মাঝেই আছে
দুঃখ ভোলার দিনগুলি।
একটি সেতু দাও
দুই প্রান্ত হৃদয় মিলে যাক
এপার ওপার দুপার জুড়ে
ভরাক পেটের খোরাক।

– বিধান রায়

Comments