আসুন দূষণমুক্ত চারপাশ করার শপথ নি, ও প্রকৃতিকে দূষণ মুক্ত রাখতে চেষ্টা করি।
আজ আকাশ ছেয়েছে ঘন কুয়াশায়, ধোঁয়ায়,
উন্নয়নশীল দেশ থেকে ,উন্নত দেশ হতে হবে ভাই,
আমাদের যে আরও জিডিপি, টাকা চাই।
আজ আমরা রাস্তায় বেরোয় মাস্ক পরে,
আমাদের যে অফিস ,স্কুল, কলেজ যাওয়ার আছে
আমাদের যে বাইক, চারচাকা আছে সবার ঘরে।
আজ আমরা পাই না ফাঁকা জায়গা চারপাশ,
শিল্প এনেছি যে, ভাসছি উন্নয়নের জোয়ারে,
কলকারখানায়, ফ্ল্যাটে ঘিরেছে আশপাশ।
আজ সূর্যের তাপ বড়োই প্রখর লাগে,
শরীরকে আরামে রাখতে চাই জলবিদ্যুৎ,তাপ বিদ্যুৎ
আমাদের যে জমি লাগবে, গাছপালা কাটো আগে।
আমাদের আছে উৎসবে আনন্দ করার ধুম,
তাই ফোটায় ফটকা, জ্বালাই ফুলঝুরি
কেড়েছি সবার শান্তিতে ঘুম
ডিজে পার্টিতে মাতি হাম তুম।
এই তো ছুটছি আমরা ,আগামীর দিকে
পড়ে রয়েছে আবর্জনা চারিদিকে,
ভবিষ্যৎ হবে কীরূপ ,তার আভাস পাই,
প্রাণহীন এক পৃথিবী,যা আমরা একান্তই চাই।
কাবু মণ্ডল