Home » কবিতা ও ছড়া » রামপুরহাট মানে

রামপুরহাট মানে

রামপুরহাট মানে ভোরে গান্ধিপার্ক ও ইরিগেশন কলোনি-এর মাঠে দৌড় ।
রামপুরহাট মানে চ্যাম্পিয়ান গ্রাউন্ড,হাইস্কুলের মাঠে ক্রিকেট খেলা ।।
রামপুরহাট মানে সকালে স্টেশেনে চায়ের দোকানের উনুনের ধোঁয়া ।
রামপুরহাট মানে বিকেলে রেলের মাঠে ফুটবল খেলা ।।
রামপুরহাট মানে বহু পুরোনো স্মৃতি বিজড়িত হাইস্কুল ।
রামপুরহাট মানে বিদ্যাভবন,গার্লস,রেলওয়ে আদর্শ,মর্নিং গার্লস,এস.এম বিদ্যায়তন ।।
রামপুরহাট মানে হাইস্কুলের পাশেই কলেজ ।
রামপুরহাট মানে পার্কে লুকিয়ে লুকিয়ে প্রেম ।।
রামপুরহাট মানে পার্কে মজার আড্ডা ।
রামপুরহাট মানে ছোটো বড়ো সকলের সাথে জমিয়ে আড্ডা ।।
রামপুরহাট মানে স্টেশেনের ফুড প্লাজা ।
রামপুরহাট মানে স্টেশেনের বাইরে স্পেশাল চা ও সিগারেট ।।
রামপুরহাট মানে প্রেম গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম ।
রামপুরহাট মানে সপ্তর্ষি ক্লাব,নবীন সংঘ-এর দূর্গাপূজা ।।
রামপুরহাট মানে রেল কলোনীর জগদ্ধাত্রী পূজা ।
রামপুরহাট মানে শ্রীফলার দক্ষিণা কালী ।।
রামপুরহাট মানে স্টেশেনে তারাপীঠ যাত্রীদের সঙ্গমস্থল ।
রামপুরহাট মানে বিকেলে বন্ধুরা মিলে আশেপাশে-র গ্রামে বেড়াতে যাওয়া ।।
রামপুরহাট মানে সকাল,বিকেল,সন্ধ্যায় মনোরঞ্জনে খাওয়া ।
রামপুরহাট মানে গৌরি,পান্থশালা,তাজ রেস্টুরেন্ট ।।
রামপুরহাট মানে পোস্ট-অফিসের সামনের জিলিপি ।
রামপুরহাট মানে পাঁচমাথা,লোটাস প্রেস,সানঘাটা পাড়া,ভাঁড়শালা মোড় ।।
রামপুরহাট মানে METRO PLAZA ।
রামপুরহাট মানে নবনির্মিয়মান মেডিক্যাল কলেজ ।।
রামপুরহাট মানে আমার হারানো ছেলেবেলা,আমার বর্তমান,আমার যৌবন ………।
রামপুরহাট মানে আমার ভালোবাসার শহর,প্রাণের শহর,আনন্দের শহর ……..।।
রামপুরহাট মানে আমার-তোমার সকলের শহর ………………।। ।। ??
~অর্ণব মণ্ডল

Comments