ফের এক সঙ্গে ক্লাস শুরু হল বীরভূমের বড়রা স্কুলে। ছাত্রীদের উত্যক্ত করা হচ্ছে এই অভিযোগ এনে স্কুল কর্তি পক্ষ সপ্তাহে ৩ দিন করে ছাত্র ও ৩ দিন করে ছাত্রীদের ক্লাস শুরু করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর। সংবাদ মাধ্যমের বিষয়টি চাউর হওয়ার পর শিক্ষা সংসদ ঘটনার জবাব দিহি করে ও কার্যত বাধ্য হয়েই এক সঙ্গে সোমবার থাকে ক্লাস শুরু হল। যদিও আশঙ্কায় ভুগছে ছাত্রীরা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে ছাত্ররা।
বীরভুমের খয়রাসোল ব্লকের বড়রা উচ্চ বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের সোমবার থেকে একই ক্লাস রুমে পড়াশোনা হল। গত শনিবার পর্যন্ত ওই স্কুলের দুটি ক্লাসের ছাত্র ও ছাত্রীরা ৩ দিন করে স্কুলে ক্লাস করতে আসছিল। স্কুল কর্তী পক্ষের অভিযোগ ছিল ওই দুই ক্লাসের ছাত্ররা ছাত্রীদের সঙ্গে অভব্য ও অশালীন আচরন করে চলে আসছিল। তাই বাধ্য হয়ে দিন ভাগ করে দেওয়া হয়েছিল। বিষয়টি সংবাদ মাধ্যমের জানাজানি হওয়ার পর শিক্ষা সংসদ থেকে স্কুলে কৈফিয়ত তলব করা হয়। তাই এদিন থেকে এক সঙ্গেই ক্লাস শুরু হল। একাদশ শ্রেণীর ছাত্রী অর্পিতা রায়চৌধুরী অভিযোগ করে জানায়, ছাত্রদের দ্বারা খুব সমস্যা হচ্ছিল। ভিন্ন ভাবে ক্লাস হওয়ায় কিছু দিন ভালো পড়াশোনা হচ্ছিল। এর এক সঙ্গে ক্লাস হচ্ছে কি হবে জানি না। তবে সমস্যা হলে স্কুলে জানাবো। স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র অভিজিত গড়াই জানায়, হয়তো কিছু ছাত্র অভব্য আচরন করতো।তবে সেটা সবাই নয়। আলাদা ক্লাস রুম করে দিয়ে পড়াশোনা হলেই ভালো হয়। স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন অধিকারী জানান, সমস্যা হচ্ছিল তাই স্কুলে সবাই মিলে ওই সিদ্ধান্ত নিয়ে ছিলাম। সংসদ জবাব তলব করেছে তাই ফের এদেইন থেকে এক সঙ্গে ক্লাস শুরু করা হল ওই দুই শ্রেণীর।
তথ্যঃ কৌশিক সালুই
ছবি ও ভিডিও সুদীপ্ত গড়াই
[uam_ad id=”3726″]