Home » জেলার খবর » চাকরিপ্রার্থীদের ক্লাস নিলেন জেলাশাসক ও পুলিশ সুপার

চাকরিপ্রার্থীদের ক্লাস নিলেন জেলাশাসক ও পুলিশ সুপার

ক্লাস নিতে ব্যস্ত জেলাশাসক ও পুলিশ সুপার মহাশয়

জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমলা তৈরি করতে সচেষ্ট বীরভূম জেলা প্রশাসন। একটি স্বেচ্ছাসেবী সংস্থা (IDEA) সহগযোগীতায় সিউড়ি এবং রামপুরহাটে বেশ কয়েকমাস ধরেই এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ক্লাসে শিক্ষক হিসেবে থাকেন জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলার বেশ কিছু শীর্ষ আমলারা। সিউড়িতে বীরভূম মহাবিদ্যালয়ে রবিবার ক্লাস নেন জেলাশাসক ও পুলিসসুপার মহাশয়। আর আজ থেকে বোলপুরে বোলপুর উচ্চ বিদ্যালয়েও প্রশাসনিক উদ্যোগে শুরু হতে চলেছে এমন প্রশিক্ষণ শিবির।

ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ
গ্রামাঞ্চলে বহু ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে ডিএম, এসপি , বিডিও হওয়ার, সেই মত অনেকেই পড়াশুনাও শুরু করেন। কিন্তু সঠিক গাইডের অভাব তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় বহু সময়। শেষমেশ বহু ছাত্র ছাত্রীই সেই বাঁধাধরা শিক্ষকতার পথই বেছে নেন।
আগেই
IDEA এর তরফ থেকে সিউড়িতে বিনামূল্যে ইউপিএসসি ও ডাবলুবিসিএসের বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছিল। পরে প্রশাসনিক কর্তাদের ক্লাস নিতে আহবান জানালে উনারা সেই ডাকে সাড়া দেন এবং বিষয়টি নিয়ে উদ্যোগী হন। এরপর রামপুরহাটেও শুরু হয় , আর আজ থেকে শুরু হচ্ছে বোলপুরেও।
ছবি ও তথ্যঃ সোমেশ্বর বড়াল
[uam_ad id=”3726″]

Comments