Home » জেলার খবর » পুলিশ তৎপর বৃদ্ধাকে বাড়ি ফেরাতে

পুলিশ তৎপর বৃদ্ধাকে বাড়ি ফেরাতে

পুলিশের মানবিক মুখ দেখলো বীরভূমের সিউড়ি শহর বাসী। রাস্তার ধারে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করলেন তারা। পুলিশ বৃদ্ধার পরিচয় জেনে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দা ও সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে এক অসুস্থ মহিলাকে সিউড়ির অমিতারঞ্জন পল্লীথেকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই মহিলা তার নাম বলেছেন কমলা। বাড়ি বর্ধমান পূর্ব জেলার কালনা এলাকায়। সোমবার সকাল থেকে ওই এলাকায় রাস্তার পাশে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাকে তার সমন্ধে জিজ্ঞাসা করলে জানায় তাকে চিকিৎসা করাবো বলে পরিবারের লোক নিয়ে এসেছে তার পর ওই স্থানে বসিয়ে রেখে চলে গিয়েছে। নাম বলতে পারলেও তার পদবি ও সম্পুর্ন কিছু বলতে পারেন নি। স্থানীয় গৃহবধুরা সোমবার দুপুরে ও রাত্রে খাবার দেন। মঙ্গলবার স্থানীয় রা সংবাদ মাধ্যমে বিষয়টি জানান ও তারা পুলিশ কে বললে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। স্থানীয় গৃহবধু মানবি সরকার জানান, ওই বৃদ্ধা মহিলা বিশেষ কিছু বলতে পারেনি। আমরা এক দিন খেতে দিই। তার পর পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। বৃদ্ধা নিজে চলে এসেছেন না তাকে পরিবার ফেলে চলে গিয়েছে সেটা পরিষ্কার নয়। তবে পুলিশের ভুমিকা বেশ ভালো। বীরভূম জেলা পুলিশ সুপার সুধীর কুমার নীল কান্তম বলেন, মহিলার চিকিৎসা চলছে। সুস্থ হলে তার পরিচয় জেনে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
তথ্যঃ কৌশিক সালুই
ভিডিও শুভদীপ পাল
[uam_ad id=”3726″]

Comments