Home » জেলার খবর » বিজ্ঞান প্রদর্শনীর বাস ঘিরে উৎসাহ ছাত্রছাত্রীদের

বিজ্ঞান প্রদর্শনীর বাস ঘিরে উৎসাহ ছাত্রছাত্রীদের

প্রতীক্ষা শেষে আমোদপুর জয়দুর্গা হাইস্কুলের ওইসব পড়ুয়াদের মুখে দেখা গিয়েছে হাসি। শুক্রবারই তাদের স্কুলে হাজির ভারত সরকারের ন্যাশানল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ম নিয়ন্ত্রিত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়মের ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর বাস।বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের ধারণা গড়ে তুলতে ২/৩ বছর অন্তর পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন জেলার মাধ্যমিক মানের স্কুলগুলিতে সফর করে ভ্রাম্যমান প্রদর্শনীর ওই বাস।
কেমন সেই বাস?

বাসের ভিতরে তো বটেই, বাইরে সুরক্ষিত অবস্থায় আটকানো রয়েছে তাপ, তড়িৎ, চুম্বক-সহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ২০টি মডেল। তার কোনটিতে দেখানো হচ্ছে ঘর্ষণের ফলে কীভাবে উৎপাদিত তাপে যন্ত্রাংশ ক্ষয় হয়। কীভাবেই বা বল-বিয়ারিং এবং পিছল তেল ব্যবহার করে সেই ক্ষয় রোধ করা যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বয়লারের জল থেকে তৈরি হওয়া বাষ্পকে কাজে লাগিয়ে কীভাবে তাপবিদ্যুৎ তৈরি করা হয় তাও দেখানো হচ্ছে। বাসের মধ্যেই প্রোজেক্টটারের মাধ্যমে দেখানো হচ্ছে একটি বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র। মঞ্চে রয়েছে গনিত এবং বিজ্ঞান বিষয়ক আরও দুটি প্রদর্শনী।

ওই প্রকল্পের এডুকেশনের তরফে জানানো হয় ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে সম্যক ধারণা গড়ে তুলতেই এই উদ্যোগ। জেলায় মোট ২৩টি স্কুলে বাসটি ২ দিন করে থাকবে।
তথ্যঃ আনন্দবাজার পত্রিকা
[uam_ad id=”3726″]

Comments