Home » জেলার খবর » মাদক কারবারে বড়সড় সাফল্য পুলিশের

মাদক কারবারে বড়সড় সাফল্য পুলিশের

মাদক কারবারে বড়সড় সাফল্য পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে মাদক সহ কারবারের মূল পান্ডাও আরো কয়েক জনকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রে বীরভূমের সিউড়ি শহরে। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গিয়েছে ধৃতেরা হলেন মূল পান্ডা শক্তিপদ বাগদি ও তাঁর ছেলে মিলন বাগদি। তাঁদের বাড়ি সিউড়ি শহরের ইন্দিরা পল্লী এলাকায়, রেনুপদ বায়েন, বাড়ি সাঁইথিয়া থানার বাতাসপুর, দেবাঞ্জন দত্ত শহরের সোনাতোর পাড়া, রাহুল কোঁড়া রামকৃষ্ণ পল্লী, সৌরভ সরকার ইন্দিরা পল্লী এবং কেন্দুয়ার বিজয় দত্ত। শক্তিপদর বাড়ি থেকে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার,১৫ টি মোবাইল ফোন, নগদ ১০৬০০ টাকা এবং মোটর বাইক। বিশেষ সূত্রে জানা গিয়েছে শহর তথা এলাকার ব্রাউন সুগার কারবারের মূল পান্ডা ছিলেন শক্তিপদ এবং তাঁর ছেলে মিলন। তাঁদের বিরুদ্ধে এর আগেও মাদক কারবার সহ বিভিন্ন জালিয়াতির অভিযোগ ছিল। সিউড়ি থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে হানা দিয়ে মাদক সহ ওই সকলকে গ্রেফতার করে। ধৃতদের এদিন সিউড়ি আদালতে তোলা হয়। সিউড়ি আদালতের সরকার পক্ষের আইনজীবী অসিম মন্ডল বলেন, ধৃতদের এদিন বিচারক অলিভা রায়ের এজলাসে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের হেফাজত চাওয়া হলে ২ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন।
তথ্যঃ কৌশিক সালুই
ভিডিও শুভদীপ পাল

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments