Home » জেলার খবর » অতিরিক্ত খুচরো নিয়ে সমস্যা: ছোট ১ টাকা ও ১০ টাকার কয়েন

অতিরিক্ত খুচরো নিয়ে সমস্যা: ছোট ১ টাকা ও ১০ টাকার কয়েন


বীরভূম : অতিরিক্ত খুচরো নিয়ে এক সঙ্গে দুদুটি সমস্যায় সাধারণ ব্যবসায়ী থেকে আরম্ভ করে খরিদ্দার সকলেই। এর সঙ্গে সঙ্গে আবার কিছু অপপ্রচারও বেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। খরিদ্দারদের ক্ষেত্রে তো বটেই কিন্তু সবথেকে সমস্যায় পড়েছেন ছোটখাটো ব্যবসায়ীরা।
এমন একটা সময় ছিল যখন দোকানদাররা খরিদ্দারকে জিনিস দেবার সময় জিজ্ঞেস করতেন ‘খুচরো আছে তো ?’ , যদি উত্তর হ্যাঁ আসতো তাহলে খরিদ্দার খুচরো অংকের টাকার জিনিস পেতেন। সময় পাল্টেছে এখন বাজারে খুচরোর অভাব নেই, কিন্তু বলে না , যোগান ভালো কিন্তু অতিরিক্ত হলেই সমস্যা। এখন বাজারে এত পরিমানে খুচরো এসে গেছে যে, তাতেও খুবই সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন সাধারণ ব্যবসায়ী থেকে সকলেই। খরিদ্দাররা খুচরোই জিনিসের দাম দিতে চাইলে হয়তো অনেকক্ষেত্রে দোকানদাররা না করতে পারছেন না, অনেক ক্ষেত্রেই আবার সোজাসুজি খুচরো নিতে অস্বীকার করেছেন। মহাজনরা খুচরো নিতে চাইছেন না, ব্যাঙ্কও খুচরো নিতে অস্বীকার করেছেন, কারণ হিসেবে ব্যাংক গুনতি করার অসুবিধার কথা জানাচ্ছেন।
কিন্তু এর থেকেও মারাত্মক যে সমস্যাটি সেটি হল ‘ গুজব’ । গোটা জেলা জুড়েই প্রথমে রব উঠেছিল ১০ টাকার কয়েন চলছে না , আমরা নিবো না, ব্যাঙ্ক নিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। সে সমস্যার সমাধান এখনো অধরা। প্রসানিক দিক দিয়ে কোনো কোনো বার প্রচার করলেও এখনো বাজারে সচল নয় ১০ টাকার কয়েন। কোথাও দোকানদাররা , কোথাও খরিদ্দাররা কেউই ১০ টাকার কয়েন এখনো নিতে চাইছেন না। এর মধ্যেই আবার এল ‘ গোদের উপর বিষফোঁড়া’ ১ টাকার ছোটো কয়েন। এখন আবার এ এক গুজবে মেতেছে বীরভূমের বিভিন্ন অঞ্চল। বেশির ভাগ দোকানেই বা খরিদ্দাররা এখন আবার ছোটো ১ টাকার কয়েন নিতে অস্বীকার করেছেন। এতে সমস্যা উভয় পক্ষেরই। কিন্তু এই সমস্যাগুলি দূরীকরণের ক্ষেত্রে কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না প্রশাসনিক দিক থেকে অথবা ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে। এইভাবে চলতে থাকলে আগামী সমস্যা আরও গভীর আকার ধারণ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের অনুরোধ ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তরফ থেকে এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া হোক।

নিজস্ব প্রতিবেদন

Comments