Home » জেলার খবর » সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখার উদ্ধোধন হল

সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখার উদ্ধোধন হল

 

বীরভূম ৬ জুলাইঃ- কৃষি প্রধান বীরভূমে কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে বীরভূমের পুরন্দরপুরে নতুন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখার উদ্ধোধন হল। এদিনের শাখার উদ্ধোধন করেন জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরি, জেলা শাসক পি মোহন গান্ধী। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো অনেকে। বেলা ১০টা নাগাদ উদ্ধোধন। প্রশাসন সূত্রে দাবী করা হয়েছে, এই ব্যাঙ্ক মুলত কৃষি প্রধান ব্যাঙ্ক। আগে এই ব্যাঙ্কে অবিনাশপুরে ছিল। শুধু ওই এলাকার মানুষরা পরিষেবা পেত। ওই ব্রাঞ্চটিকেই নতুন ভাবে পুরন্দরপুরে নিয়ে আসা হল। তাতে গোটা সিউড়ি-২ নম্বর ব্লক এলাকার মানুষ এখন পরিষেবা পাবেন। কৃষকে চাষের সুবিধার জন্য রাজ্য সরকার সরল সুদে কৃষি ঋণ দেওয়ার কথা ঘোষনা করেছে। সেই সব ঋন যাতে সহজে নিজের এলাকায় বসে মানুষের হাতে পৌছে দেওয়া যায় সেই লক্ষেই এদিন এই ব্যাঙ্কের উদ্বোধন করা হল বলে দাবী প্রশাসনের। এদিন ব্যাঙ্কের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “সরকার চাইছে কৃষকদের পাশে দারাতে। কিন্তু ব্যাঙ্ক পরিষেবা সঠিক না থাকার জন্য কৃষকরা সময় মতো ঋন পাচ্ছিল না। এবার তারা নিজের ঘরের কাছে ঋন পাবে সরল সর্তে এবং কম সুদে। আজ এই ব্যাঙ্কে প্রথম দিনেই প্রায় ৬০ জন নতুন অ্যাকাউন্ট খুলেছেন।”
ছবি : প্রহ্লাদ সাহা
তথ্যঃ কৌশিক সালুই

Comments