Home » ছাত্রবন্ধু » বীরভূম লাল মাটির দেশের ‘ছাত্রবন্ধু-২০১৯’ কর্মসূচীর সফল রুপায়ন

বীরভূম লাল মাটির দেশের ‘ছাত্রবন্ধু-২০১৯’ কর্মসূচীর সফল রুপায়ন

২৮ -০৭-২০১৯, রবিবার ,আকাশ জুড়ে মেঘের ঘনঘটা কে উপেক্ষা করে, শুধুমাত্র ইচ্ছের ডানায় ভর করে ‘বীরভূম লাল মাটির দেশ’ পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সেইসব ছাত্রছাত্রীদের কাছে যারা ভবিষ্যতের কান্ডারী।

আজ এই রকমই একটা বর্ষণমুখর দিনে জলকাদা পেরিয়ে, ‘বীরভূম লাল মাটির দেশ’ পরিবার ‘ছাত্রবন্ধু‘ কর্মসূচীর মাধ্যমে এগারো জন আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের মাধ্যমিক,উচ্চমাধ্যমিক উত্তীর্ন দের হাতে তুলে দিয়েছে ভরসার চাবিকাঠি অর্থ্যাৎ ৯০% -র বেশি নাম্বার পাওয়া ছাত্রছাত্রীদের কলেজ বা উচ্চশ্রেনীতে ভর্তি বা বই কেনার জন্য আর্থিক ভাবে পাশে থেকে প্রমান করেছে যে,তারা এক নয়। তাঁদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় সর্বদা আছে বীরভূম লাল মাটির দেশ।এছাড়াও কিছু ছাত্রছাত্রীদের কিছু বই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর স্মৃতি স্মারক হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি করে শংসাপত্র। সব মিলিয়ে মিষ্টি মুখের আয়োজনে ভরে উঠেছিল আজকের বিকেলটুকু। সাক্ষী থাকলো কিছু আনন্দের হাসি, ভরসা আর ভালোবাসার হাসি।

Comments