Home » Wall of Help » সাঁইথিয়া ব্লকের কাগাসে ‘ওয়াল অফ হেল্প’-র বিতরণ শিবির

সাঁইথিয়া ব্লকের কাগাসে ‘ওয়াল অফ হেল্প’-র বিতরণ শিবির

এই বসন্ত সমাগমে যখন গাছে গাছে পলাশ কুঁড়ি জানান দেয় যে তারা এসেছে, ঠিক তখনই আমরা “বীরভূম লাল মাটির দেশ” মানুষের কাছে একটু সাহায্যের ডালি নিয়ে ভালোবেসে বলতে পারি-‘আমরা এসেছি।’ আমরা এসেছি সাধ্যমত কিছু সামগ্রী নিয়ে যা বেশ কিছু মানুষকে দেবে এক টুকরো হাসির ঝিলিক। “বীরভূম লাল মাটির দেশ” নামে যে পরিবার এত গুলো দিন শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে এগিয়ে এসেছে দিনের পর দিন,আজ তার সাক্ষী সাঁইথিয়া ব্লকের কাগাস অঞ্চলের বাগানপাড়া গ্রামটি।

একবিংশ শতাব্দীতে এসেও গ্রামটি যথেষ্ঠ অনুন্নত, শহরের আদব-কায়দার রঙ এখনো পৌঁছয়নি এই গ্রামে। “বীরভূম লাল মাটির দেশ” এই গ্রামেই হাজির হয়েছিল সকাল সকাল ‘ওয়াল অফ হেল্প‘-র কিছু রঙ নিয়ে,৮৫ টি পরিবারের ৩৮৪ জন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে কিছু বস্ত্র, ছাত্রছাত্রীদের কে উৎসাহিত করার জন্য স্লেট, পেন্সিল,ব্যাগ , চকলেট , বিস্কুট ।শুধু এই টুকুই নয়, এই গ্রামের প্রধান শিক্ষকের সহযোগিতায় স্কুলে পানীয় জলের ব্যবস্থা করার জন্য প্রশাসনের সাহায্য নিতে উদ্যোগী ‘বীরভূম লাল মাটির দেশ’।

‘সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে আমরা পরের তরে’ কথাটিকে মাথায় রেখেই ‘বীরভূম লাল মাটির দেশ’ এগিয়ে যাচ্ছে তার নিজের ছন্দে,আর এই ছন্দের গতিকে তরান্বিত করছে এই পরিবারের প্রত্যেক সদস্য এবং প্রচুর মানুষ, যারা শুধু মাত্র অপেক্ষায় থাকেন কিছু খিলখিল শব্দ শোনার এবং কিছু হাসিমুখ দেখার জন্য।

 

Comments