Home » জেলার খবর » ফের আক্রান্ত বিজেপি নেত্রী

ফের আক্রান্ত বিজেপি নেত্রী

সাঁইথিয়া,১৬ জুনঃ- বীরভূমে এসে ফের আক্রান্ত হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরে সাঁইথিয়ার তিলপাড়া গ্রামে বেশ কয়েকজন মহিলা লকেটের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ফের তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এদিন সাঁইথিয়ার তিলপাড়া গ্রামে বিজেপির বিস্তারক কর্মসূচি ছিল। সেখানে পৌঁছন লকেট। প্রথমে গাড়ি থেকে কিছুটা হাঁটেন। পরে ফের গাড়িতে ওঠেন তিনি। বটতলা মোড়ের কাছে পৌঁছতেই বেশ কয়েকজন মহিলা তাঁর গাড়ি আটকায়। লকেটের কাছে জানতে চান, রোজ়ভ্যালির টাকা কবে পাওয়া যাবে? প্রধানমন্ত্রী তাঁদের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা কবে ঢোকাচ্ছেন? এরকমই একাধিক প্রশ্ন করা হয় লকেটকে। নেমে আসতে বলা হয় গাড়ির ভেতর থেকে। এরপরই শুরু হয় ঠেলাঠেলি। লকেটের গাড়ির দরজা জোর করে খুলে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ পর সাঁইথিয়ায় দলের অফিসে চ়লে যান লকেট। লকেটের অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে এসব কাজ করাচ্ছে। পায়ের নিচে মাটি নেই। তাই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে।
উল্লেখ্য, দিন তিনেক আগে মুরারইয়ে প্রচারে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন লকেট। সেবার তৃণমূলকর্মীরা তাঁর গাড়ির পিছনের অংশ ভেঙে দিয়েছিল বলে অভিযোগ। শুক্রবারের বিষয়টিতে তৃণমূলের কোনও যোগ নেই বলে জানিয়েছেন বনগ্রাম অঞ্চল সভাপতি তুষার মণ্ডল। তিনি বলেন, “লকেট রোজ়ভ্যালির সঙ্গে যুক্ত ছিলেন। তাই কিছু আমানতকারী জানতে চেয়েছিলেন টাকা কবে পাবেন। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।” এদিকে এদিনের ঘটনাতেও লকেট চ্যাটার্জি তৃনমূলের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, “তৃনমূল কেন্দ্র সরকারের ভূমিকা দেখে আর কিছু পাচ্ছা না কি করবে। তাই মানুষের কাছে আমাদের যেতে দিতে ভয় পাচ্ছে।”
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments