বোলপুর থেকে বড়কোলা রুটের (ভায়া হজরতপুর), আরও একটি বাসটি ফের দুর্ঘটনার কবলে পড়ে ভবানীগঞ্জের কাছে। বোলপুর থেকে বড়কোলা যাবার সময় দ্রুত গতিতে থাকার দরুন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাসটি।
ঘটনার জেরে আহত ১৫ জন এবং গুরুতর আহত ১। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। একই দিনে একই রুটের দুটি বাসের দুর্ঘটনা নিছকই ভাগ্যের পরিহাস, নাকি অন্যকিছুর বার্তা বহন করে। যাত্রী সুরক্ষা নিয়ে সংশয়ে যাত্রীরাই। “Safe Drive, Save Life”-এর এত প্রচার সত্ত্বেও কাদের গাফিলতি এমন দুর্ঘটনা।
ভিডিও ও তথ্যঃ বাপ্পাদিত্য পাল
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]