সবে এপ্রিলের শুরু তার মধ্যেই পারদ ছুঁয়েছে ৪১ ডিগ্রি। দিন তিনেকের তাপমাত্রায় প্রাণান্তকর পরিস্থিতি আপামর জেলাবাসীর। বাড়ির ভিতরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও বাইরে বেরোলে দাবদাহ সহ্য করার উপায় নেই। চোখ, নাক, মুখ আগুনে জ্বলে যাওয়ার মত। আর এই রকম পরিস্থিতি চট করে কমার মত কোনো ইঙ্গিতও আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ডাক্তারদের মতামত সরাসরি রোদে দাঁড়িয়ে থাকা উচিত হবে না বেশিক্ষন। যতটা সম্ভব শরীরকে রোদ থেকে ঢেকে রাখার মতামত দিয়েছেন। বেশিকরে জল খাওয়ার কথা বলছেন, তবে বাইরের ঠাণ্ডাপানীয় , সরবত, কাটাফল থেকে দূরে থাকার কথা বলেছেন অধিকাংশ চিকিৎসকই।।
ছবি : গুগুল