Home » জেলার খবর » ন্যাশনাল হাইওয়ে মেরামতির কাজ শুরু

ন্যাশনাল হাইওয়ে মেরামতির কাজ শুরু

১০ ই সেপ্টেম্বর ভোররাতে সিউড়ির তিলপাড়া থেকে বেরিয়ে সেচ ক্যানেল , চন্দ্রভাগা ব্রিজের কাছে ভেঙ্গে পড়ে। সেই জল তীব্র বেগে বেরিয়ে আসতে শুরু করে এবং ক্ষতিগ্রস্ত হয় ন্যাশনাল হাইওয়ে ৬০ একটি অংশ। যার জেরে সকাল থেকেই পুরোপুরি ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। মালবাহী গাড়িগুলি ঘুরপথে রওনা দেয় গন্তব্যের পথে। উত্তরের সাথে দক্ষিণের যোগাযোগকারী যানবাহন হয় বোলপুর হয়ে নয়তো বক্রেশ্বর হয়ে যাতায়াত করতে শুরু করে। বাতিলও করা হয় অনেকগুলি যাত্রাবাহী বাসকে। আবার সেদিনই ছিল সরকারি চাকরি নিয়োগের পরীক্ষা। সেক্ষেত্রেও কিছুটা হলেও সমস্যায় পড়েন ওই রুটের পরীক্ষার্থীরা। রাস্তার অর্ধেক অংশ ভেঙ্গে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক পরিষেবা।
দুপুর গড়াতে জলের গতিবেগ অনেকটাই কমে। দুপুর ২ টা নাগাদ শুরু হয় রাস্তা মেরামতির কাজ। কিন্তু কতক্ষণে সেই মেরামতির কাজ সম্পূর্ন হয়ে যান চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। আপাতত দুচাকার যানবাহনের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে।

আরও ভিডিও দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং জেলার অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

 

আমাদের ইউটিউব চ্যানেল ?   www.youtube.com/c/BirbhumTheLandofRedSoil

ভিডিও ও তথ্যঃ জীবন চক্রবর্তী
[uam_ad id=”3726″]

Comments