Home » কবিতা ও ছড়া » নিয়ন্ত্রনে রাখব জনসংখ্যা

নিয়ন্ত্রনে রাখব জনসংখ্যা

আজ “বিশ্ব জনসংখ্যা “দিবসে সকলকেই  অনুরোধ করি,

জনসংখ্যা নিয়ন্ত্রণে সকলকে সচেতন করুন আপনার সাধ্যমতো…..

—–কাবু মণ্ডল

ইভ, আর আদম ছিল প্রথম নর, নারী

বাড়তে ,বাড়তে নর ,নারী আজ

ছশো কোটি ছাড়ি।

 

পৃথিবীতে আজ জনবিস্ফোরণ,

মানুষে, মানুষে ছয়লাপ

পরিবার নিয়ন্ত্রন ছাড়া সন্তান উৎপাদন,

করছি না’তো কোনো পাপ?

 

বাড়ছে মানুষ, বাড়ছে বাড়ি ,

বাড়ছে আধুনিক সভ্যতার বহর

এইভাবেই চলতে থাকলে ,

ফুটপাথ, রাস্তাঘাটই হবে ভবিষ্যতের

থাকার ঘর।

 

নাই পর্যাপ্ত গাছপালা,  নাই  পতঙ্গ,পশুপাখি,

মানুষেই পৃথিবী অর্ধেক ভর্তি,

মানুষ ও তার কুকর্মের বোঝা বইতে বইতে,

ধরণী ধ্বংশ হতে আর সামান্যই বাকি।

 

ছেলে ,মেয়ে অবশ্যই চাই  ,বেশিপক্ষে দুটি

তার থেকে কখনই বেশি নয়, মানতে হবে এই সত্যিটি।

 

কাজ কম, ফূর্তি বেশি  ,নয় বিছানায়

বেশি সময়

আমরাই যদি খেতে  যদি না পাই,

ভবিষ্যৎ প্রজন্ম কী খাবে ?

এই শুধু ভয়।

 

পারলে  বোঝান,যাকে পাবেন

হোক না মা,বাবা , বন্ধু কাজেরমাসি,রিকশাওয়ালা,দিন মজুর

জনসংখ্যা থাকুক নিয়ন্ত্রণে ,

পৃথিবী হোক সকল প্রকার প্রাণের,

আরও সুন্দর, আরও মধুর।

11/07/2016

Comments