মহঃবাজারের দীর্ঘল গ্রাম, আজ সকালটা যেন হয়ে উঠেছিল কুরুক্ষেত্র কেন্দ্র। দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে তা বোমাবাজিতে এসে শেষ হয়। মুজাজুল ইসলাম জানিয়েছেন যে, তিনি জমির মালিকের কাছ থেকে টাকা দিয়ে জমি কিনে নিয়েছেন। তারপরে সেই জমির মধ্যে মানোয়ারা সেখ জোড় করে সেই জমি জবর দখল করছে ও ১০ লক্ষ টাকা দাবি করছে এবং ফোনে হুমকি দিচ্ছে। এই বিষয়টা থানায় জানানো হয়েছে।
আর তারপরেই আজ সকাল ৯ টা নাগাদ যখন মুজাজুল ইসলাম কাজের জন্য পাহাড়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় মুজাজুলকে লক্ষ্য করে ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে কালিতলা বাসস্ট্যান্ডের কাছে ব্যাপক বোমাবাজি শুরু হয়। আর যার বিরুদ্ধে এই অভিযোগ সেই মানওয়ারা সেখ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে সব মিথ্যা কথা, সমস্ত অভিযোগ বানানো, তার হাতই নেই, পাথরের খাদানে কাজ করতে একসময় তারই হাতই কেটে যায়। তাহলে এই সব বোমা বাঁধা বা মারার প্রসঙ্গ আসেই কি করে। তিনি আরও জানিয়েছেন, তার ভাই আনোয়ারা সেখ ওই জমির মালিকের কাছ থেকে ৮ লক্ষ টাকা পাবে, তাই তারাও ২ কাঠা জমি আগলে রেখেছে। আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম ঠিক সেই সময়ে মুজাজুলের লোকজন এসে বোমাবাজি শুরু করে দেয়। এই ঘটনায় মানোয়ারার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন মানোয়ারা এবং এই ঘটনায় দুপক্ষের একজন করে মোট দুজন আহত। তারা স্থানীয় গ্রামিন হাসপাতালে ভর্তি। গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
ভিডিও ও তথ্যঃ পাপাই বাগদি।।