বীরভূম ১৬ জুনঃ- দার্জিলিং এর পাহাড় বাসীর সমস্যা এড়িয়ে যাওয়া ঠিক নয়, ওঁরাও মানুষ এবং ভারতের নাগরিক ওদের স্বাধীনতা এবং ভালো রাখার দায়িত্ব রাজ্য সরকারের। বীরভূমের সিউড়িতে দুই দিনের কর্মসুচীতে এসে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিগত এক সপ্তাহ ধরে ফের উত্যপ্ত দার্জিলিং। রাজ্য সরকারের ক্যাবিনেটের বৈঠক চলাকালীন পুলিশের সঙ্গে গোর্খা জন মুক্তির মোর্চার সমর্থকদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেনাবাহিনী নামানো হয়েছে সেখানে। পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশান করা হলে কেন্দ্রীয় মন্ত্রী তার জবাব দেন। যদিও তিনি গোর্খাল্যান্ড এর ইস্যুর প্রশ্নকে এড়িয়ে গিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী কয়েকটি কর্মসুচীতে শুক্রবার সিউড়িতে আসেন। তিনি ডি আর ডি সি হলে আনন্দধারা প্রকল্পের এক অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে তিনি কেন্দ্র সরকারে প্রকল্পের নাম রাজ্য সরকার করেছে সেই নিয়ে উস্মা প্রকাশ করেন ও জেলা শাসককে বলেন সেই প্রকল্পগুলির নাম যেন ফিরিয়ে আনা হয়। এই অনুষ্ঠানের পর তিনি এদিন দুপুরে বিস্তারবর্গ কর্মসুচীতে করিধ্য গ্রাম পঞ্চায়েতের ছোড়া গ্রামের মধু বাগদীর বাড়িতে গিয়ে দুপুরের খাওয়াদাওয়া সারেন। সন্ধায় দলেরমহিলা মোর্চার কর্মী সভাতে অংশ গ্রহন করেন ও পরে জেলার বিশিষ্ট মানুষ জনের সাথে মিলিত হন। শনিবার তিনি সকালে সিউড়ি শহরের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে অংশগ্রহন করবেন পরে তিনি সাংবাদিক দের মুখোমুখি হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে বিজেপি নেতৃত্ব দাবি করেন যে কর্মসুচীর জন্য কেন্দ্রী পঞ্চায়েত ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের বীরভূম জেলা সফর সেই জেলা স্কুল মাঠে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতনতা মুলক অনুষ্ঠান আয়োজন করেছিল কেন্দ্র সরকার, কিন্তু আয়োজনের অনুমতি দেরিতে দেওয়ার কারনে সেই সচেতনতা মুলক অনুষ্ঠান বাতিল হয়েছে। সেটা থেকে বঞ্চিত হয়েছে বীরভূম বাসী।
ছবি তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]